সিলেটে বৃষ্টির জন্য নামাজ আদায় করার আধা ঘন্টা পর বৃষ্টিতে বিজল সিলেট শহর
নিজেস্ব প্রতিবেদক -
0
আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর সিলেটে মুসলিরা বৃষ্টির জন্য খোলা ময়দানে সালাত আদায় করার পর মোনাজাতের পর্ব শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে সিলেট শহর বৃষ্টিতে বিজল। এই বৃষ্টি সিলেট বাসির জন্য রহমত।
তাছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।