|  | 
গতকাল বুধবার দুপুরে সর জমিনে দেখা গেছে ৭৫ কিলোমিটার সড়কটি পুরোটাই বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। রাস্তার অনেক জায়গায় দুই পাশের মাটি সরে গেছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে আটগ্রাম, রতগঞ্জ ও মানিকপুর ইউ/পি ও কাজলশা ইউ/পি এবং জকিগঞ্জ সদর ইউ/পি সহ জকিগঞ্জ উপজেলার হাজার হাজার বাসিন্দা চলাচল করে। এছাড়া কমপক্ষে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে থাকে।
এলাকাবাসী জনান বিগত ২০১৮,২০২২ সালের বন্যায় রাস্তার সুরক্ষিত স্থল দেবে গিয়ে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় থানাখন্দের এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতের পানি ও কাদায় একাকার হয়ে পড়ে যায় রাস্তাটি । যা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এছাড়াও প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটে এই রাস্তায়। জকিগঞ্জ উপজেলা পরিষদের সাধারণ মানুষ মনে করে সড়কটির নিয়ে জকিগঞ্জ উপজেলাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের অথচ এর সংস্কারে কর্তৃপক্ষের কোন নজর নেই।