লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফিজ আবু তালহা। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের প্রবাসী আব্দুল খালেকের ছেলে।
৩ জুন ২০২৩ থেকে সূচিত প্রতিযোগিতাটির ফলাফল ১৩ জুন মঙ্গলবার লিবিয়ার বেনগাজি শহরে একটি বিলাসবহুল হোটেলে সেদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিদেশী মেহমানবৃন্দের সামনে প্রকাশ করা হয়।
প্রতিযোগিতায় ১১৬ টি দেশের প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের আবু তালহা ২য় স্থান অধিকার করেন। বিশ্বজয়ী হাফিজ আবু তালহা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা যাত্রাবাড়ী, ঢাকার শিক্ষার্থী।
আবু তালহার পরিবারের সদস্যরা জানান, তাঁর (আবু তালহা)’র লিবিয়া যাওয়া ও আসার সম্পূর্ণ ব্যয়ভার আয়োজকরা বহন করেছেন। তারা জকিগঞ্জ উপজেলাবাসীকে এ বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা প্রায় লক্ষাধিক প্রতিযোগী আবু তালহাকে বাছাই করে। প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পুরস্কারের অর্থমূল্য ৪৪ লক্ষ টাকা।
উল্লেখ্য যে, পূর্বেও হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফিজ আবু তালহা এনটিভিতে ৫ম স্থান ও বাংলাভিশন চ্যানেলে ৩য় স্থান অধিকার করেছিলেন।
এছাড়াও বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবু তালহা সফলতা অর্জন করেন। আবু তালহার পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জসহ গোটা বাংলাদেশের কাছে তাঁর সুন্দর আগামীর জন্য দোয়া কামনা করা হয়েছে।
