গরমের কারনে প্রাথমিক বিদ‍্যালয় ৪ দিন বন্ধ

 

দেশের সব সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে পাটদান বন্ধ থাকবে আগামীকাল ০৫ জুন থেকে ০৮ জুন পযর্ন্ত। দেশব‍্যাপী প্রচন্ড গরমের কারনে ছাএছাএীদের স্বাস্থ্য সূরক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয় এ সিদ্ধান্ত মোতাবেক এ বন্ধ ঘোষণা করা হয়।

রোববার চার জুন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমকে জানান প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ‍্য অফিসার মাহবুবর রহমান তুহিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব‍্যাপী প্রচন্ড তাপদহের কারনে কোমলমতি ছাএছাএীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

4মন্তব্যসমূহ

নবীনতরপূর্বতন