|  | 
ঢাকা বিমান বন্দর থেকে বিশ্বজয়ী আবু তালহার গণ সংবর্ধনা শুরু হয়, এ সংবর্ধনা শেষ হবে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় গিয়ে।
হাফেজ আবু তালহা লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২ য় স্থান অধিকার করে আন্তর্জাতিক সনদ ও বাংলাদেশী টাকায় ৪৪ লক্ষ ৯২ হাজার টাকা পুরুষ্কার পেয়েছে।
সে শায়েখ নেছার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, যাত্রাবাড়ী ঢাকা’র ছাত্র।য়উল্লেখ্য আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সায়াদ সাইফুল্লাহ মাদানীর প্রেরিত প্রতিনিধি হিসেবে সে লিবিয়ায় গিয়েছিলো। আবুল তালহার গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার মাদারখাল গ্রামে।লিবিয়ায় বিশ্বজয় করে হাফেজ আবু তালহা এখন বাংলাদেশে।