|  | 
| ছবি সংগ্রহকৃত | 
ফাস্ট টিভি জকিগঞ্জ : লিবিয়ায় অনুষ্টিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অধিকারি হাফিজ হলেন জকিগঞ্জের আবু তালহা। আবু তালহা কে জকিগঞ্জ বাসীর পক্ষ থেকে আজ রবিবার বেলা ২ ঘটিটার সময় নাগরিক সংবর্ধনার দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা বাইশ চেয়ারম্যান আব্দুস ছবুর প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জকিগঞ্জের হাজার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেছেন বিশ্ব জয়ী আবু তালহা।
এছাড়াও অনুষ্ঠানে আবু তালহার বড় ভাই বক্তব্যে রাখলে তিনি সকলের ভাই-বোনেদের কে লেখাপড়ায় উথসাহিত করলে জকিগঞ্জে হাজার বিশ্ব জয়ী হাফিজ জন্ম হবে বলে পত্যাশা করেন।