এবারের ঈদ ‘ইত্যাদিতেও বরাবরের মত দেখা যাবে সিলেটের দর্শকপ্রিয় নাট্যভিনেতা বেলাল আহমেদ মুরাদকে। ইত্যাদির সচেতনতামূলক নাট্যাংশগুলোতে মুরাদ নিয়মিত অভিনয় করেন। বলা যায়, তিনি ইত্যাদির নিয়মিত শিল্পী। ইত্যাদির বাইরেও তিনি বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে আলোচিত মিডিয়া প্রোডাকশন গ্রীণ বাংলার ইউটিউব চ্যানেলে প্রচারিত মুরাদের অনেক নাটক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। ইতোমধ্যেই তার ইউটিউব চ্যানেলে সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত ৩৩২ টি নাটকে অভিনয় করেছেন। সামাজিক সচেতনতামূলক এইসব নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি মুরাদ শুটিং শেষ করেছেন আদিবাসী মিজান পরিচালিত ‘ফোকাস ম্যান’ ও ‘সিলেটি পোলা ৮০ পাউন্ড তুলা’ সহ মোট চারটি নাটক। এছাড়া তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গ্রীন বাংলা ইউটিউব চ্যানেলের জন্য ঈদ উপলক্ষে নির্মাণ করেছেন আরও ৭টি নাটক।
বিষয়বিনোদন
.jpeg)