জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার দুই, মাদক উদ্ধার

 

জকিগঞ্জ ফাস্ট টিভি প্রতিবেদন : সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৩৮ বোতল অফিসার চয়েজ মাদক ও ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় জড়িত মুছলিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আরেক অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত বাবুল মিয়া নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জকিগঞ্জ থানার মিডিয়া সেলের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মফিদুল ইসলাম সজল জানান, বুধবার গভীর রাতে থানার অফিসার ওসি মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয়  এসআই মোহাম্মদ জসীম উদ্দীন একদল পুলিশ নিয়ে কাজলসার ইউনিয়নের রায়গ্রামের কালু মিয়ার ছেলে মুছলিম আহমদ (৪৩) এর বসতঘরে অভিযান চালিয়ে ভারতীয় ৩৮ বোতল অফিসার চয়েস মদ ও ৬শ গ্রাম গাঁজা, নগদ ২১শ টাকা, একটা দাঁড়ি পাল্লা ও বাটখারা উদ্ধার করেন। এ সময় মাদক কারবারি মুছলিম আহমদকে আটক করা হয়।


পরে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


অপরদিকে, থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিআর মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি খলাছড়া ইউপির খিলসদরপুর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫)। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন