জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক, দুজনের বিরুদ্ধে মামলা

 


জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক, দুজনের বিরুদ্ধে মামলা


জকিগঞ্জ ফাস্ট টিভি  প্রতিবেদন: সিলেটের জকিগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক কারবারি পালিয়ে গেছে।


পুলিশ সূত্র জানায়, রবিবার বিকেলের দিকে জকিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক সামসুল হক সুমন, এএসআই রেজুয়ান আলী মোল্লা, এএসআই মাসুদ মিয়া একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খলাছড়া ইউনিয়নের দক্ষিণ মাদারখাল গ্রামে অভিযান চালিয়ে দক্ষিণ মাদারখাল গ্রামের মৃত গোলাপ আলীর ছেলে কলিম উদ্দিন (৪২) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পূর্ব লোহারমহল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আফতাব উদ্দিন (৩৭) পালিয়ে যায়। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


জকিগঞ্জ থানার উপপরিদর্শক মো. জাহেদ হোসেন জানান, পলাতক আসামিকে গ্রেফতারে তৎপরতা চলছে। গ্রেফতারকৃত আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। দুজনের বিরুদ্ধে থানায় আগেরও মাদক মামলা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন