জকিগঞ্জ ফাস্ট টিভি প্রতিবেদন: সিলেটের জকিগঞ্জে পৃথক দুর্ঘটনায় প্রতিবন্ধী এক কিশোরী ও এক নারীর মৃত্যু ঘটেছে।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কালিগঞ্জ এলাকার চালিয়াকাপন বটতলায় সড়কের ওপর বন্ধ রাখা সিলেট ড-১১-১৪৩০ নাম্বারের ট্রাক গাড়ির পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী মা ছেলে গুরুতর আহত হন।
আহতরা হলেন, কসকনকপুর ইউপির সাজাপুর গ্রামের মাসুম আহমদ (২০) ও তার মা রেনু বেগম (৪২)। জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন তখন আরেকটা ঘটনাস্থল পরিদর্শন করে থানায় ফেরার পথে দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকায় তিনি তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাবার পর কর্তব্যরত চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সন্ধ্যার দিকে মানিকপুর ইউপির খলাদাপনিয়া ইসলামখানী গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী নিজ বাড়িতে টয়লেটের ট্যাঙ্কির স্ল্যাব ভেঙে ভিতরে পড়ে মারা যায়। নিহত কিশোরী ইসলামখানী গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে মোছাম্মাৎ রেজওয়ান চৌধুরী (১৫)। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরী শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলো। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে এবং সরকারের প্রতিবন্ধী ভাতার আওতায় ছিলো।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এ প্রসঙ্গে জকিগঞ্জ ফাস্ট টিভি কে জানান, পৃথক দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
