প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির হস্তান্তর প্রকল্প এর আওতায় জকিগঞ্জ উপজেলার নির্বাচিত ৮ জন সুফলভোগী খামারিকে নগদ ৫০০০ টাকা ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায়  নির্বাচিত খামারিদের মাঝে বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সাল, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা)মাজেদা রওশন শ্যামলী,  উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) মাওলানা আব্দুস সবুর সহ আরও অনেক।
নগদ টাকা ও সাইনবোর্ড বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী। 
