ক্যান্সার আক্রান্ত ফয়সলের পাশে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ


নিজেস্ব প্রতিনিধি : জকিগঞ্জ, সিলেট 

জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের শিবেরচক গ্রামের ক্যান্সার আক্রান্ত দিনমজুর ফয়সালের চিকিৎসার জন্য  ফয়সালের মায়ের কাছে নগদ অর্থপ্রদান করেছে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ। এসময় উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মিজানুর রহমান চৌধুরী সহ সংগঠনের সদস্যবৃন্দ। 
ধন্যবাসহ কৃতজ্ঞতা জানাই সকল প্রবাসী ভাইদের প্রতি যারা এই সহযোগিতায় শরীক হয়েছেন।

ফয়সলের চিকিৎসার জন্য কেউ সাহায্য পাঠাতে চাইলে মানবসেবা  ফাউন্ডেশনের সাথে কিংবা তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন।
প্রয়োজনেঃ +880 1713-804532 (তানভীর আল হাসান, মানবসেবা ফাউন্ডেশন)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন