২০২৩ সালের এসএসসি দাখিল পরীক্ষার রুটিন

নিজেস্ব প্রতিবেদক : মোঃ উবেদুল্লাহ     


২৩ সালের এসএসসি দাখিল সমান পরীক্ষা আগামী এপ্রিল মাসের ৩০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোড ও মাদ্রাসা শিক্ষা বোড এসএসসি ও দাখিল পরীক্ষার রুটিন প্রাকাশ করেছে। তোমরা যারা এখন রুটিন পাওনাই  নিচে সকল বোডের রুটিন দেওেয়া হয়েছে দেখে নাও আর সকল বিষয় রিভিশন দিয়ে ফেল। SSC পরীক্ষায় ভাল কিছু কর এই প্রতাশা রইল তোমাদের প্রতি।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন